Site icon আলাপী মন

কবিতা- অর্ধমৃত

অর্ধমৃত
– দীপঙ্কর বিশ্বাস

সে আদল রাতে রঙ মেখে সাজে দিন;
সহস্র বছরে বসন্ত ছড়ায় যে রঙ।
আমার প্রিয় রঙেরা খোয়ায় প্রতিদিন;
যাপিত শরীরে আমার শহুরে ঢঙ।

ক্লান্তির ইতিহাস বেগুনী রঙ মেখে,
পথের কাঁটার মতো যাপন করে রাত্রি।
ক্ষয়ে যাই রোজ; ক্ষরণ হয় হৃদয়ে–
এখন কিছু বলতে নেই, ক্ষয়ে ক্ষয়ে গেছি

অসংখ্য মাত্রিক সংখ্যার মতো, আমার
অসুখ এখন রাত্রি যাপন করে। রোজ
নিজেকে খুন ক’রে নীল রক্তের
আয়ুষ্কালে বারোমাস হেঁটে চলা কাজ।

আমার কোন ধর্ম নেই রঙ নেই লাল ছাড়া,
আবার আমায় বিসর্জন দিও এবেলা।

Exit mobile version