এই শেষবার
-সীমা চক্রবর্তী
একবার ডাক নামে শুধু ডেকেই দেখো….
বিলাসিতার সব বৈভব ছেড়ে
চলে আসবো অবলীলায়
ঝড়ঝাপটা…খানাখন্দ বুনো কাঁটা পেরিয়ে পায়ে পায়ে….
অতীতের ধানসিঁড়ি বেয়ে…
নক্ষত্রের জল দুচোখে ভরে…
তুমি এই হাত ধরে থেকো শক্ত করে।
ইতিহাসের গন্ধ মাখা মিশরীয় প্রেমের উপকথায়
আরক্ত মন ভিজিয়ে নেবো নীল নদের জলে
তুমি শুধু ডাক দিও অবকাশের প্রতি পলে।
সামাজিকতার জটিল সমীকরণে
সুখ বুঝি আর গেলো না ধরা
তবুও যতটুকু পেয়েছি আঁচলের গিঁটে বাঁধা
বাকিটুকু না হয় থাকুক আনকোরা।
শুধু একবার ছুঁয়ে দিয়ে দেখো….
উত্তাল আবেগে ভাসবে হৃদয় ভাটিয়ালি সুরে
জ্যোৎস্নার মশাল জ্বলবে দিগন্তের শরীর জুড়ে।
তুমি দু’চোখের তৃষ্ণা মিটিয়ে নিও….
হাসনুহানার নেশায় ভেজা ভেজা রাত
ছুঁয়ে থাকার খুঁজবে অজুহাত।
একবার শুধু ভালোবেসেই দেখো…..
জীবনের এপার ওপার সব ভেঙে যাবে সুধা স্রোতে
ভেসে যাবো তুমি আমি কোথা থেকে কোথা হতে….
নিঃশেষে প্রেম লুটানোর একটা আধার চাই
অনুভবে যেন তোমাকেই শত রূপে পাই…
ভালোবাসার ফল্গুধারা বড় উদ্বুদ্ধ করে আমায়
এতো প্রেম নিয়ে কি বেঁচে থাকা যায়?
ভয় হয়…. যদি ঘটে পরমাদ
প্রতিটি প্রতিশ্রুতি হয়ে যাবে বিস্বাদ।
এই শেষবার……
নাম ধরে ডেকে ছুঁয়ে দিও অকপটে
দেখবে কেমন ভালোবাসার সুনামি আছড়ে পড়বে নিষিদ্ধ তটে
যেখানে ইচ্ছেরা অস্তিত্ব খোঁজে নিয়মের নির্বন্ধ জটে।