কবিতা- শেষ দাবী

শেষ দাবী
– পায়েল সাহু

 

 

বিরাট বড়ো একটা ঢেউ চাই আমার কিম্বা নিস্তব্ধ নিস্তরঙ্গ নদীর জল,
যে আমার অস্তিত্বকে মুহূর্তে বিলীন করে দিতে পারবে,
এতো টুকু ছাপ না রেখেই।

প্রবল ঝোড়ো বাতাস চাই আমার কিম্বা শান্ত ধীর বাতাস,
যে আমাকে কর্পূরের মতো মিশিয়ে নেবে নিজের সঙ্গে,
কোথাও কোনো গন্ধ ছাড়াই।

প্রবল এক বহ্নিশিখা চাই আমার অথবা উত্তপ্ত অগ্নিগোলক,
যে মুহূর্তে আমাকে গ্রাস করে নিশ্চিত করবে শেষচিহ্নরূপী নাড়ির অস্তিত্বের।

অথবা….

প্রবল এক ভালোবাসার আলিঙ্গন চাই
অথবা উষ্ণ আদর,
যে মুহূর্তে প্রলেপ দেবে ক্ষত বিক্ষত মনের আঙিনায়,
যে বাঁচিয়ে রাখবে প্রবল ঝোড়ো হাওয়ার মুখে,
নিভন্ত অগ্নিশিখার মোহনায়।
যার ছোঁয়ায় আবারও সিক্ত হবে পাথুরে এ অন্তর।

Loading

Leave A Comment