Site icon আলাপী মন

কবিতা- ছোঁয়া”

“ছোঁয়া”
– উজ্জ্বল সামন্ত

 

 

সবাই কিছু না কিছু ছুঁতে চায় হয়তো স্বপ্ন দেখে
ছোঁয়া কি এতই সহজ যদি সেটা হয় কল্পনা অলীকে
তুমি ছোঁয় আমিও ছুঁই স্পর্শ করি হাতে হাত রেখে
কঠিন বিষয় মন, ওকে ছোঁয়া যায় কি অত সহজে!

ভালোবেসে কাছাকাছি পাশাপাশি কত সময় কেটেছে,
আলিঙ্গনে উষ্ণতায় ঠোঁটে ঠোঁট রেখে স্বপ্নে ভেসেছে ,
কামনার আগুনে শরীরে পুড়ে ভিন্ন খাঁজও ছুঁয়েছে,
ছোঁয়াতেও বিষ আছে, ভালোবাসা অনুভূতির অভাবে।

পুরুষ গর্ব করে আমি নারীকে ছুঁয়েছি সত্যিই কি তাই?
দেহ স্পর্শ ওতো সহজ নানা অছিলায় ভিন্ন উপায়
বেশ্যার দেহও তো স্পর্শ করে, বিনিময় টাকায়
কিন্তু মন ছুঁয়ে যাওয়া, না, মন কখনো বিক্রি হয়?

ছোঁয়াও বিশ্বাসঘাতক যখন বিশ্বাসে আঘাত হানে,
শিকার যখন অবুঝ শিশু কন্যা প্রৌঢ়ের লালস্যের,
প্রেমিকের লালসার শিকার যখন তরুণী অবুঝ কন্যা,
ছোঁয়ার সুযোগ কখন বদলে যাবে কেউ তা জানে না।

স্নেহের ছোঁয়া আপন করে মাথায় আশীর্বাদের হাত,
স্বপ্ন ছোঁয়া কঠিন ভীষন অদম্য লড়াইয়ে দাঁতে দাঁত,
তবুও মানুষ স্বপ্ন দেখে ছুঁতে চায় স্বপ্ন আশা,
ছোঁয়া থাকুক দীর্ঘ বিশ্বাসে মুক্ত নিঃশ্বাসের বাসা।

Exit mobile version