রাসপুটিন
– শান্তনু ব্যানার্জী
শহরে এসে সাধু আজ সাইবেরিয়ার চাষা,
অসুস্থকে সুস্থ করে তীব্র চোখের ভাষা।
খবর পৌছোয় রাজপ্রাসাদে জাগিয়ে অনেক আশা,
হত্যে দিয়ে রানীমা পেলেন নূতন ভালোবাসা।
ভ্রাতা- ভগ্নী বিয়োগে তখন বড় একা,
গ্রামে গ্রামে ঘুরে পেলেন নিত্য জীবনসখা।
পুত্র কন্যা গ্রামে রেখে এলেন শহরে,
অলৌকিক ক্ষমতা দেখাতে ডাক এলো দরবারে,
রাজপুত্রের রক্তক্ষরণ বন্ধে ব্যর্থ বদ্যি সবাই,
নূতন সাধুর আগমনে বন্ধ হলো লড়াই।
সুস্থ হলেন রাজপুত্তুর অনেক কিছুই পেলেন সাধু,
অন্তিমে বাকী রইল লক্ষ্য পূরণে ক্ষমতা শুধু।
রাজা গেলেন যুদ্ধে, রাণীর হাতে রাজ্য,
সাধুর মতে চলল দেশ, সকলে করলো সহ্য।
যুদ্ধ ফেরত রাজাকে মানলো না কোনো প্রজা,
পারিষদ বর্গ একজোট হয়ে হত্যায় দিল সাজা।
গুপ্তঘাতক সাধুর খাবারে মেশায় সেঁকো বিষ,
রাজতন্ত্রের অবসান হলো মিটলো জন প্রতিষ।