অন্তরালে
– মঙ্গল মন্ডল
রাত ভাঙা অন্ধকারে সূর্য উঁকি দিয়ে
বলে- “আমি কি তোমার নই?”
এপারে বসে থাকা নিশি চিৎকার করে
– “তুমি তো আমাকে মিলায়েছো স্বচ্ছ বাতাসে ,
কি করে আমি তোমার হই।”
রবি করুণ কন্ঠে নিজেকে ভোরের আড়ালে রেখে
আবার বলে উঠল শেষে- “যদি তুমি ভয় পাও,
ও হে কেমন করে বেঁচে রও?
তোমাকে আরো বাঁচতে হবে যে!”
আঁধার কহে নিশিডাকের সুরে-
“আমি তো বেশ আছি ওই আলো হারিয়ে,
যদি তুমি আসতে চাও কাছে
আমি পালাব চিরতরে, আর আসব না ফিরে।”
দূরে প্রভাতের মলিন মৃদু বাতাসকে
স্পর্শ করতে করতে বলে উঠল আদরে-
“ও হে নিশি থাকো তবে একাই
নিজেকে আড়াল করে,
তবু দূর হতে একবার বলে দিও
-আমি কি তোমার নই?
কাছে না হয় নাইবা এলে!”
যামিনী একবুক নিঃশ্বাস ফেলে সন্ধ্যার অশ্রুছলে বলে ওঠে-
“আমি তবে আসি ,
তুমি তো আছো থাকবে
আমার ভাবনায় আপন হয়ে,
জেনে রেখো-
না পেয়েও আমি থাকি তোমারই অন্তরালে।”