Site icon আলাপী মন

কবিতা- উপলব্ধি

উপলব্ধি
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

বর্তমান তো দমবন্ধ কালো অন্ধকারে বন্দী।
ভবিষ্যৎ কালের গর্ভে, আলো নেই কোনো-
শুধু মৃত্যুর প্রতীক্ষা, আশাহীন।
অতীতও শুধু রেখে গেছে কিছু স্মৃতি।
কালের নিয়মে স্মৃতিরও বয়স বাড়ে,
হয়তো’বা মুছে যায় কিছু।

যেতে যেতে বেদনা কুড়িয়ে যাই।
কিছু মুখ ভালোবাসাহীন, ঈর্ষায় নীল।
যেতে যেতে যদি কিছু ভালোবাসা, আলো আসে কুড়োবো দ্বিধায়।
বোকা আজও আমি প্রেম খুঁজি প্রেমিকের চোখের পাতায়।
উজানের ঢেউ দূরে চলে যায়,
পা আটকায় বালির চড়ায়।

আরো কিছুদিন কমে আসে।
ছোট হয়ে যায় আয়ুর রেখা।
মুঠো ভরা স্বপ্নরা তবু থেকে যায় সাথে,
আর থাকে পিছুটান।

কিছু স্মৃতি হয় অমলিন।
কিছু ক্ষত সুগভীর।
আজ শুধু জানি পাওয়াটা কঠিন,
হারানো সহজ…খুঁজে পাওয়া নয়।।

Exit mobile version