কবিতা- মহাজাগতিক

মহাজাগতিক
– সুমিত মোদক

 

 

স্বপ্নগুলো আকাশ দেখতে চাইলে, আকাশ দেখাবো;
মাটি দেখতে চাইলে মাটি…
কিন্তু, মহাকাশ দেখতে চাইলে কিভাবে দেখাবো!
আমার আকাশ আছে, মাটি আছে,
কিন্তু, মহাকাশ নেই;

আমার মধ্যে কাম-ক্রোধ-লালসা…
সবই আছে;
সে কারণে মহাকাশ ছুঁতে পারিনি;
আর যেটা ছুঁতে পারিনি সেটাকে দেখাবো কিভাবে!
অথচ, স্বপ্নগুলো কিছুতেই বুঝতে চায় না ;
তারা মহাকাশ দেখতে চায়, ছুঁতে চায়;
ঠিক আমার মতো;

আজকাল আমিও কেমন যেন নাবালক হয়ে যাই নিজের কাছে;
নিজের কাছে নিজেই আবদার করি
একটা মহাজাগতিক সংসার চেয়ে;
যেখানে খেয়াল খুশি মতো ঘুরে বেড়াবে আমার
পংক্তিগুলো;

সে কারণেই মাটি ছুঁয়ে থাকি সবসময়।

Loading

Leave A Comment