কবিতা- বসন্ত গোধূলিতে

বসন্ত গোধূলিতে
-অমিতাভ সরকার

 

 

সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বেলেছিলে তুলসী তলায়:—
কিছুক্ষণ আগে সন্ধ্যে নামা বিকেলে বেড়ার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলে,

ঢলে পড়া রঙিন সূর্য, নীড়ে ফেরা পাখির দল, রঙিন প্রজাপতি, জলফড়িং,

পুকুর থেকে উঠে আসা হাঁসের দল, গাঁদা ফুলের মাথায় হাত বুলিয়ে গন্ধ শুঁকেছিলে।

ঘরে ফেরা দুধেল গাইবাছুর গোয়াল ঘরে বেঁধে ছিলে।

হঠাৎ দেখি নেমে পড়লে বাড়ির সামনের পুকুরে গা ধুতে।

শাড়ি সামলে গলা অবধি ডুবালে।

ভেজা কাপড়ে গামছা জড়িয়ে থপ থপ করে ঘরে ঢুকলে।

হালকা চাঁদের আলো হেসে উঠেছিল, তুমি লালপেড়ে শাড়ি পড়ে-

ঘোমটা মাথায় হাতে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় এলে।
ধূপকাঠি ও প্রদীপ দেখালে। হাতজোড় করে প্রণাম করলে।

প্রদীপের আলোয় তুমি প্রজ্বলিত হলে।

লাল টকটকে সিঁদুরের টিপে তুমি অনন্যা, অপরূপা, মনোমোহিনী, দখিনাবায়ে প্রেমময়ী।

Loading

Leave A Comment