ভালোবাসার পৃথিবী

ভালোবাসার পৃথিবী
-রীণা চ্যাটার্জী

সুধী,
একটু ছন্দপতন- রাত পেরিয়ে গেল, মনের কথা বলতে দেরী হয়ে গেল। কিছুটা ব্যস্ততা তার জেরেই ভুলে যাওয়া- ক্ষমাপ্রার্থী।

সদ্য আলাপী মন- এর সাহিত্য আসরের আড্ডায় দেখতে পেলাম কিছু প্রিয় মুখ, মন ভরে গেল। দুঃখও থেকে গেল- কারণ বেশ কিছু প্রিয় মুখের অদর্শন। আশার সাথে- হতাশা হাত ধরলো। তবুও যাঁরা এসেছেন বিনি সুতোর মালার বন্ধনে- আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ‘মালা’ শব্দটার সাথে ফুলের এক অবিচ্ছেদ্য সম্পর্ক, ফুলের সাথে সৌরভের। আমাদের আঙিনা সুরভিত হয়েছে স্বজন সাথীদের আলাপে- কবিতায়- ভালোবাসার ফুলেল সৌরভে। সেই সুবাস মন বেশ আচ্ছন্ন করে রেখেছে। মনে হচ্ছে, কেন শেষ হলো? অবুঝ মন বলছে- “আরো কিছুক্ষণ না হয় রহিতে কাছে..’ তবুও সময়ের সীমানা মেনে আমরা আবার নিজের নিজের ঠিকানায়‌। কিন্তু নিরুচ্চারে হয়তো অঙ্গীকার করেছি সবাই মনে মনে- “.. হাতে হাত রাখার উৎসবে। দেখা হবে আবার একদিন দেখা হবে,..”

আলাপচারিতায় উঠে এসেছে অনেক কথা- পরবর্তীতে ভাবনার খাতায় তোলা থাকলো। নির্দিষ্ট রূপরেখা তৈরী করে ক্রমশঃ সবটুকু প্রকাশ্যে আনার ইচ্ছে থাকলো খুব শীঘ্রই।
নির্দিষ্ট রূপরেখা, সর্বস্তরে যোগ্যতার মান, নিরপেক্ষতা এইটুকু যেন আগামীর পাথেয় হতে পারে। সবার সহযোগিতা একান্ত কাম্য।

একটু অন্য প্রসঙ্গ- বড়ো হিংসার বীজ ছড়িয়ে গেছে, রক্ত দিয়ে সিঞ্চন হচ্ছে তার। চাই না, এই হিংসা-বৃক্ষ চাই না। উপড়ে ফেলতে হবে। ভালোবাসার বীজ বুনতে হবে। শুধু ভালোবাসা না, ভালোবাসায় বাঁচা- শিখতে হবে আমাদের। বর্তমানের ছবি বলছে আগামী বড়ো ভযঙ্কর, তাই বাঁচতে হলে ভালোবাসায় বাঁচতে হবে। এই ইচ্ছে ও প্রচেষ্টা হোক সম্মিলিত। যে যেখানেই থাকি বিনি সুতোর মালার সৌরভে চিনে নেবো ঠিক, আগামীর জন্য সঠিক পথের দিশা। এখন অঙ্গীকারের সময় বন্ধু- জানি শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন জ্যোর্তিময়। প্রয়োজন দৃঢ় অঙ্গীকারের। হাত বাড়ালাম- জানি সাথী আছে, থাকবে। আজকের বিশ্বাসের অঙ্কুর- কাল কিশলয়- ভবিষ্যতে মহীরুহ। যার ছায়া বাঁচিয়ে দেবে পৃথিবী, আমাদের ভালোবাসার পৃথিবী।

অন্তহীন শুভেচ্ছা, শুভকামনা আলাপী মন-এর পক্ষ থেকে সকলের জন্য।

Loading

Leave A Comment