Site icon আলাপী মন

কবিতা- অনুচ্চারিত শব্দ

অনুচ্চারিত শব্দ
– পারমিতা ভট্টাচার্য

হাতের সব রেখাগুলো লাল গোলাপ হয়ে
তোমার পশমের মত নরম অন্তরে ফুটতে চেয়েছিল,
কর্কশ স্বর সুরেলা হতে চেয়েছিল তোমার আন্তরিক হৃদয়ের অভিধানে….
কিন্তু পারেনি তারা
কারণ ঝড় যেখানে বাসা বাঁধে
ভালোবাসা সেখানে বক্রগামী……

প্রবল সন্দেহ আর অভিমানে যে শব্দ
লেখা হয়ে উঠেনি আমার কোনোদিন,
সংগঠিত ধাতুর গরাদে মাথা কুটেছে অবিরত…..
সেই আমার অনুচ্চারিত শব্দকে
তুমি একটি কলম দিও
কোনও এক উপাদেয় রাতে,
আমার কবরের পাশে,
অন্তঃসলিলা হয়ে সে বয়ে যাবে……

আমার অনুচ্চারিত ফল্গুধারা সাক্ষ্য দেবে
নিষ্কাম,অর্বাচীন ভালোবাসার…….

Exit mobile version