Site icon আলাপী মন

কবিতা- খবর

খবর
– সঞ্জিত মণ্ডল

 

 

খবর শুনতে ইচ্ছে করে না, মিথ্যে খবর শোনায়,
খুনি, ধর্ষক, দলবদলুরা সবাই দাপিয়ে বেড়ায়।
মীরজাফরকে বিশ্বাস নেই সেকথাটা আজও মানি,
বিভীষণরা যে কি ভীষণ হয়, আমরা সকলে জানি।
বিচার হয় না শাস্তিও নেই সকলেরই আহ্লাদ,
বিচারের নামে প্রহসন শুনি গা-ছাড়া স্বভাব জল্লাদ।
রামরাজত্ব আনবে ফিরিয়ে বিশ্বাস করো নাকি?
ধর্মের বিষে নিঃশ্বাস মেশে বাকী সব কিছু ফাঁকি।
বেপরোয়া সব নেতা নেত্রীরা মিথ্যে বেসাতি করে,
খোয়াব দেখায় টাকাও ছড়ায় সাধুজীর ভেক ধরে।
গরীবের দিকে তাকায় না কেউ দেয় মিছে আশ্বাস,
বেকার যুবক যুবতী শ্রমিক কৃষকের নাভিশ্বাস।
আশা ভরসার পথ দেখায় না সবাই লুটতে চায়,
বুজরুকি ভরা লম্বাচওড়া বাতেই বাজার ছায়।
খবরে আজকে কি বলেছে বলো কটা ধর্ষণ হলো,
কতো খুনি কতো আসামি আজকে জেল থেকে ছাড়া পেলো!
কেউ স্ত্রীকে মারে, কেউ বা স্বামীকে, কন্যা ভ্রূণও মারে,
বাবা-মা কে মারে গলা টিপে ধরে কোথাও বা খুন করে।
চেঁচাচ্ছে যারা আসলেই তারা সব চুপ হয়ে যাবে,
বখরাটা পেলে ঘরবাড়ি ছার দেশের নিলাম হবে।
রেল, ডাক, তার, তেল, গ্যাস সবই বেচে দিয়ে একাকার,
ব্যাংক, বীমা সব লুঠেরার হাতে তুলে দেওয়া বুঝি দরকার?
কেমন চলছে বলো না বন্ধু, খবর শুনতে চাও?
দেশেই রয়েছে উত্তর আর মধ্যপ্রদেশ তাদের খবর নাও।
আকাশে বাতাসে কতো হুংকার মনের কথাও শুনি,
দেশটা কারা যে বিকিয়ে দিচ্ছে সবাই খবর জানি।
খবর শুনলে শরীর খারাপ হাত নিসপিস করে,
বিভেদের বাঁশি শুনেছি যেদিন সে-ই দিন গেছি মরে।।

Exit mobile version