একটা সুদিনের অপেক্ষায়
– সীমা চক্রবর্তী
এই পৃথিবী বড় ব্যস্ত, ব্যস্ত এই দূর্লভ সময়
ব্যস্ততা ভীষণই ছোঁয়াচে বোধহয়…..
আমার চারপাশে হুহু করে সব ছুটছে অবিরত
চাক-ভাঙা আক্রোশী মধুপের মতো ….
আমি একা রয়ে গেছি
খোলস বন্দী ব্যস্ত পৃথিবীর এক কোণায়,
সু-দিনের আশায়
একটা পর্ণমোচী অরণ্য…
একটা রোদ্দুর ধোয়া উজ্জ্বল দিনের জন্য…
স্বচ্ছ তোয়া আকাশের গায়ে ছড়িয়েছি
কৌশিকী কানাড়া, বন্দিশের আলাপন….
কৃষ্ণগহ্বরে ডুবিয়েছি ভালো থাকার মিথ্যে বিজ্ঞাপন,
সদ্য স্নাত স্বর্গীয় পরিমলের মতো….
অথচ মানুষ মগ্ন নিজের ব্যস্ততা নিয়ে,
ব্যস্ত সময় যাচ্ছে চলে ফাঁকি দিয়ে….
বিবর্ণ প্রজাপতির কাজ কি ফাল্গুনী হাওয়ায়,
চেনা পথ এভাবেই জটিল হচ্ছে গোলকধাঁধায়…
আর আমি এখনো একটা সু-দিনের অপেক্ষায়….