Site icon আলাপী মন

কবিতা- তোমার প্রভা

তোমার প্রভা
-অমিতাভ সরকার

দেখা হবে কিনা জানিনা;
তোমার প্রভা অন্তত মেখে থাকি কিছুক্ষণ।
রূপসী মুখ, নিরদ মালায় সাজান আস্তরণ।
যেন করেছ আমন্ত্রণ।

আবার দেখা হবে কিনা জানিনা—-
বেঁচে থাক বসন্ত বিকেল, নদী নালা, বন পলাশ,
রাধাচূড়ার হাসি, কৃষ্ণ চূড়ার দোল উৎসব।

আবার দেখা হবে কিনা জানিনা—-
ঝর্নার মধুর কোলাহল সেজেছে রামধনু রঙে,
বৃহস্পতি রঙ পাল্টাচ্ছে মুহুর্মুহু, ঘরে ফেরা গরুর দল ধুলো আবিরে সাজাচ্ছে চরাচর।

আবার দেখা হবে কিনা জানিনা—–
তুমি বসে আছো আলের কিনারে, মেখে আছো অস্তাচলের রবির কিরণ, মনে হয় যেন নন্দলালের আঁকা ছবি।

আবার দেখা হবে কিনা জানিনা;—
গোধূলির পরে সন্ধ্যে তারায় আকাশ সেজেছে,
ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, প্রফুল্ল আবেশে পৃথ্বী, তুলসী তলায় প্রজ্বলিত প্রদীপ। তুমি ধীর পায়ে মিলিয়ে গেলে।
দেখা হবে কিনা জানি না—

Exit mobile version