কবিতা–“অন্তত একজন”

“অন্তত একজন”
সুমিতা পয়ড়্যা

 

 

প্রত্যেকের একজন কেউ থাকুক
ইচ্ছেরা সেখানে গুরুত্ব পাবে,
ভরসাগুলো ডালপালা মেলে ধরবে;
ছত্রছায়ায় বিশ্রাম নিতে কষ্টটা থাকবে না।

প্রত্যেক মানুষের এমন একজন মানুষ থাকুক
যেখানে সারাক্ষণ খুনসুটি চলবে,
যেখানে দোষারোপের পরও ভালোবাসা থাকবে;
যেখানে নিজেকে ছোট করতেই ভালো লাগবে।

প্রত্যেকেরই এমন কেউ থাকুক
হারতে চাইলেও হারতে দেবে না,
আসমুদ্রহিমাচল এর মত সব বাধা দূর করে দেবে;
ইচ্ছে করলেই ভুলটা সংশোধন করে দেবে।

একজন, অন্তত একজন কেউ থাকুক
যে শুধু বলবে ভালোবাসি ভালোবাসি,
অনেক বকাঝকার পরও জড়িয়ে ধরে বোঝাবে;
ক্ষমা করে দেবে অনুক্ষণ।

থাকুক না এমন একজন
অন্তত কেউ একজন—-
যাকে ভুলে থাকা যাবে না
যাকে না ছুঁলে ঘুম আসবে না
যার কাছে হারতেই ভালো লাগবে
যাকে না পেলেও এক অনন্য স্বাদ অনুভূত হবে।

থাকুক না এমন কেউ
প্রত্যেকের একজন কেউ থাকুক।
থাকুক না কেউ একজন চিরদিন।

Loading

Leave A Comment