Site icon আলাপী মন

কবিতা- প্রেমের মানে প্রেমিক জানে

প্রেমের মানে প্রেমিক জানে
– কাজল দাস

 

 

ছেলের ইচ্ছে প্রেমিক হবে
হবেই হবে কে ঠেকায়!
মেয়ের ইচ্ছে ঘর বাঁধার
সেই সুদিনের অপেক্ষায়।
প্রেমিক মানে প্রেমিক জানে
প্রেম কি আর ঘর চেনে,
মেয়ের কি দোষ স্বপ্ন দেখে।
চোখের জলের সুখটানে
ছেলের আছে চৌরাস্তা,
মেয়ের আছে অজুহাত
ছেলের জন্য নিয়ন আলো
মেয়ের চোখে বিষাদ রাত।

মেয়ের ইচ্ছে আকাশ ছোঁয়া
সিঁথির নদে ঘর সাজায়।
ছেলের বুকে আকাশ যেন
ছুটির দেশে ছুটতে চায়।
প্রেমিক মানে প্রেমিক জানে
প্রেম যে কতো অসহায়,
ছেলের আছে চৌরাস্তা
মেয়ের সফর বারান্দায়।
রোদের জন্য হচ্ছে হন্যে
মেঘের ঘরে বিপর্যয়
ছেলের বুকে দারুন আশা
মেয়ের বুকে সুপ্ত ভয়।

লোকে বলে নষ্ট ছেলে
চরিত্রহীন পরিচয়
মেয়ের নাম লক্ষীছাড়ি
অনায়াসে মুখ পোড়ায়।
প্রেমিক মানে লোকে জানে
নষ্টামির আঁতুর ঘর
দিন ফুরালে জন্ম নেবে
অশ্রু ধূসর বালুচর।
তবুও জানি প্রেমের মানে
নিসর্গের-ই পারিজাত,
মরণ রোগে মারবি জানি
মরতে মরতে বেঁচে থাক।

Exit mobile version