কবিতা

কবিতা- জাতিস্মরের মুখ

জাতিস্মরের মুখ
– পারমিতা ভট্টাচার্য

 

 

দীর্ঘ নিশাবসানে একটাই আর্জি ছিল
সবারই যা থাকে কম বেশি,
কিশোরী বন্দরে নোঙর ফেলেছে তরী
আলতো করে যাচ্ছে ছুঁয়ে তরুণ জলরাশি….

গলুইয়ের বুকে শুয়ে দেখছি সূর্যোদয়
নির্দায় জোয়ারের অবসম্ভাবি সমঝোতা,
ফাল্গুনী আঙ্গিকে আয়না বেহায়া হলে
প্রতিবিম্বে উদযাপিত হয় মায়াবী উপকথা…..

রাতের নীল কুয়াশায় নিকোটিন সংলাপ
জলজ অল্পনায় ফুটে উঠে জাতিস্মরের মুখ,
আস্তিনে ঢাকা ট্যাটু ছড়িয়ে পড়লে গ্লাসে
অবচেতন মনে,স্বমেহনে জাগে আবডালি সুখ…..

Loading

Leave A Comment

You cannot copy content of this page