Site icon আলাপী মন

কবিতা- আবাস

আবাস

-অমল দাস

 

 

 

ভালো লাগছেনা তাই রুগ্ন হয়েছিল পাতার শহর,

ভালো লাগছেনা হলুদের অবগুণ্ঠন ঘাসের উপর।

পাঁকে পাক খেয়ে শতদল মাথা তুলবে না আর,

ভালো লাগছেনা তাই নীল আকাশে মেঘের বাহার।

 

বসন্ত চিঠি নিয়ে উড়তে চাইছে না পাখিদের দল!

শিবিরের পথে নিবিড় রাত্রির মৃত কোলাহল,

পৃথিবীর আঁচলে আগুন -জ্বলছে তরু-লতা-ঘর;

ভাঙা পাড়ে কাঁদে -গর্ভে নদীটির অবৈধ চর।  

 

ভালো না লাগার গোধূলি বেলা রোজ সূর্য ডোবায়,

অসুখে.. মন খারাপের সমুদ্র জল লবন হারায়।

দেখি, হাওয়াদের স্রোত বেড়ি পরে নেয় বদ্ধ খামে;

ভালোলাগা নেই, তাই করুণ শহরে আঁধার নামে। 

 

কোনও ভাঙা দরজায় দারোয়ান নেই -রৌদ্র প্রখর,

নীল- বিষাদের বিষে কুয়াশার ঘ্রাণ মৌন-মুখর।

ফুল.. শিশিরের গ্রামে ঝরে-পড়ে-মরে দূর্বা-ঘাসে

ভালোলাগাহীন ধূসর শহর -ভগ্নদশার বৃদ্ধাবাসে।

 

Exit mobile version