কবিতা–“গল্পটা দুজনেরই”

“গল্পটা দুজনেরই”
-সুমিতা পয়ড়্যা

 

 

গল্পটাতো দুজনেরই ছিল
তবে একজনেরই কান্না হল কেন?
মনে হয় ভালোবাসা অন্যের হয়ে বেঁচে থাকে।
বাস্তবতা এটাই–মিলন হবে না।
ভালোবাসা হারালে কষ্টগুলো কঁকিয়ে ওঠে।
কাউকে পূর্ণতা দিয়ে শূন্য হবার কালে
সত্যিই কি মিথ্যা আবেগ; সত্যিই কি অভিনয়?
আবেগের খেলায় মানুষের জীবন মরণ।
তবু কেন হৃদয়ে শিহরণ তোলে মর্মর ধ্বনি!
জীবনটাকে সিক্ত করে রাখে মুন্না ধারায়
নাটক নাকি উদ্ভাসিত মায়ার টান!
মনের গভীরতা অনুভূতি সব অধরা।
ছোট্ট জীবনে ভালোবাসার মানুষ ভালোবাসারই থাকে।
ভালোবাসার পাগল এক নিঃশ্বাসে পাহাড় চূড়ায় উঠতে পারে,
আকাশ ভরা মুক্তধারার মুক্ত বাতাসে উড়তে পারে,
অদেখা অচেনা পাতালপুরে ঢুবতে পারে।
তবুও মানুষ একা।
তবু মানুষ কত অচেনা।
অপেক্ষারা প্রতীক্ষায় বসে থাকে তার আপনজনকেই পাবে বলে!

ভালোবেসেই তো গল্পটা শুরু হয়েছিল
তবে একা হলো কেন!
চলে গেল, মুছে দিলো সব এক। কথাও বললো না।
কিন্তু মুছলো কি? গল্পটা তো সেই লেখায় থাকলো।

হারিয়ে গেল অনেক কিছুই।
হারিয়ে দিল কিন্তু সত্যিই হারাতে পারলো কী!

Loading

Leave A Comment