Site icon আলাপী মন

কবিতা- রঙ

রঙ
-উজ্জ্বল সামন্ত

 

 

দুষ্টুমি তোর ষোলআনা পুষিয়ে দেয় খুনসুটিতে
রং দেওয়ার অছিলায় ছোঁয়ার পরশ দেহমনে,
আমার হাত তোর গালে আবির আরো হয় রঙিন
লজ্জায় মুখ লাল এত ভালোবাসা লুকিয়ে রাখিস!

ফাগুনের আগুন লাগে ভালোবাসার মধুর ছোঁয়ায়
আলিঙ্গনে উষ্ণতা ঠোঁটে ঠোঁট লজ্জায় পলক নামায়,
ঠোঁটের কম্পনে অনুভব শিহরণে কেঁপে শরীর পোড়ে
গোধূলির আলো ছায়া তোর আঁচলে কখন মুখ ঢাকে।

ঋতুরাজ বসন্ত যেন ঢেলে সাজাতে ব্যস্ত প্রকৃতিকে
পলাশ ফুলের সাজ গলায়, চুলের খোঁপায় মানাবে তোকে,
ভালবাসার রঙ লাল হয়ে সাজবে তোর সিঁথিতে
ভালোবাসা রঙ হারিয়ে ধূলোয় মিশে আছে মাটিতে।

বসন্ত উৎসব পাড়ার পাড়ায় রঙ লাগে না তোর শরীরে,
সমাজের রীতি নীতি প্রথার ফাঁসে জীবন জড়িয়ে
জানি লাল রঙ খুব প্রিয় তোর সাদা আঁচল মুখ ঢাকে
রঙ কেড়েছে সব সুখ সাদাশাড়ি বড় বেরঙিন ফিকে।

Exit mobile version