কবিতা

কবিতা- স্বীকারোক্তি

স্বীকারোক্তি
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আঁধার নেমেছিল এক দশক কাল আগে,
চক্রান্তের জাল বিছানো চলছিল তারও পূর্বে,
টারেন্টুলারা দল বেঁধেছিল, লাল,নীল,সবুজ গেরুয়া—

একটা স্বপ্নের ইমারত ধূলিসাৎ করেছিল ষড়যন্ত্রীরা,
জীবন- যৌবন নিয়ে ফাটকা খেলায় সাথী ছিল
জ্ঞানী থেকে অতিজ্ঞানী পরজীবীরা।
বিদ্যা বিকোচ্ছিল রাস্তাঘাটে বিনিময় প্রথায়।

ঘরে ঘরে লুঠ চলছিল অর্থ, ইজ্জত, ইমানের,
উইপোকারা দরজা, জানালার মত আবরণ-
খুলে খুলে ফেলছিল,নগ্ন করছিল সমাজকে।

বুকফাটা আর্তনাদে কম্পিত হচ্ছিল মেদিনী,
পুড়ছিল মন, পুড়ছিল চেতনা, বিলীন হচ্ছিল শিক্ষা।
তারপরেও রক্তে প্রতিবাদের অঙ্গার সঞ্চিত হচ্ছিল ধীরে ধীরে।

স্ফুলিঙ্গ আকাশ ছু়ঁতে যাওয়ার আগেই বিষ্ফোরণ,
বাঁচার তাগিদে সত্য-মিথ্যা বেরিয়ে এলো অর্গল ভেঙে,
স্বীকারোক্তি! অনুরণিত হচ্ছে পাথর ভাঙার শব্দ।

এক ভয়ংকর যুগের অবসান, দীর্ঘ সময় পর
নব্য উষার অভ্যুদয়ে, পথ সমুখপানে চলার।

Loading

Leave A Comment

You cannot copy content of this page