কবিতা

কবিতা- হে অনিবার্য সত্য……

হে অনিবার্য সত্য……
– পারমিতা ভট্টাচার্য

 

 

শূন্যময় শূন্যতা থেকে ঝরে পড়ছে বিদেহী ডাক
দৃঢ় আলিঙ্গনে দৃশ্যবদ্ধ করছে উপর্যুপরি
নিঃসীম সীমানায় আটকে যাচ্ছে বোধ
তবে কি আমি আত্মসমর্পণের অভিধান খুলে বসেছি!!

রক্ত কণিকায় উষ্ণ লাভার বহমান তৃষ্ণা….
ধ্বনি মুগ্ধতায় আমার শিকড় দধীচির হাড় হয়ে যাচ্ছে
আমি বজ্র, আমি ত্রিশূলের ডগায় বিঁধেছি কামনা
তুমি ডাকলেই আমি নতজানু হবো?
তুমি চাইলেই অস্থি খুঁজবো ছাই থেকে?
তুমি বললেই আমি ঈশ্বর হবো?
একথা ভাবলে কি করে?
অপেক্ষা করতে শেখ হে অনিবার্য সত্য….
হ্যাঁ, আরও অপেক্ষা করতে শিখতে হবে তোমায়,
আমি কেমন করে ছেড়ে যাবো এই মায়া….
আমার প্রিয়মুখ, ঘরবাড়ি, সুখ…..
ভাতের হাঁড়ি, লক্ষ্মীর ঘট, চাষের মাঠ….
আমার আঁচল জোড়া ছাচতলা, নিকোনো উঠোন জুড়ে শীতলপাটি……

আর একটু ধৈর্য্য রাখো অমোঘ সত্য, আর একটু…..
আমি আর একটু গুছিয়ে রাখি জলচৌকির নিঃশ্বাস

মহাকাশ জুড়ে উল্কা খসার রাতে
ধ্বংসস্তূপের চাতালে নাহয় আমাদের আবার দেখা হবে……

Loading

Leave A Comment

You cannot copy content of this page