কবির কবিতা হতে চাই
-শর্মিষ্ঠা শেঠ
কবি ! আমি একটি কবিতা চাই
সূচির শুভ্ৰতায় আকাশ হোক ভরা,
আমি একটা আকাশ হবো তোমার,
দিন রাতের থাকবে নন্দিত পরম্পরা !
কবি! আমাকে একটি কবিতা দাও
আমি নেড়ে চেড়ে দেখবো মমতা ভরে,
আমিও কবিতা হতে পারি
আগুন আছে আমারও অন্তরে!
কবি ! একটি কবিতা হতে চাই তোমার
ভাবনার হেয়ালী খেয়ালে অহর্নিশ বৈভবে,
আমার হাসি তোমার মুখে
একবার দেখতে চাই অনুভবে!
কবি! একটি কবিতা, শুধু একটি কবিতা
যেখানে আমি আমার উপস্থিতি টের পাই ,
শিঁকল পায়ের অধীর আগ্ৰহ বাড়ে ইদানিং
জগতের গ্লানির পরিত্ৰাণ নাই!
কবি! আমি তোমার কবিতা হতে চেয়েছি
তা তো ভুলে থাকার কথা নয়,
হে আমার বিহঙ্গ কবি…
আমি হতে চাই তোমার সঞ্চিতার সঞ্চয়!
কবি! একটি কবিতা হতে চাই
কবিতার আদলে শ্যামল গুঞ্জনে ,
আমার কৈশোর ফিরে পেতে চাই।
কবি, একটি কবিতা লিখো তোমার প্রেমের ব্যঞ্জনে!