Site icon আলাপী মন

কবিতা- যদি

যদি
-শুক্লা রায় চৌধুরী

 

 

আমার কলঙ্ক যদি দেই তোমায় দু’হাত ভরে-
পান করে হবে কি তুমি নীলকন্ঠ!
অমৃত ভান্ড উপুর করে দেবে কি আমায় সুধা?
নাকি গরল স্নানে সিক্ত করাবে আমার শরীর!

আমার ইচ্ছে পাখিটা যদি তুলে দিই তোমার হাতে-
যত্নে লালন করে রাখবে সোনার খাঁচায়!
সোহাগ ভরে শুনবে তো তার মধুর কুহুতান?
নাকি ঘৃণার নাগপাশে স্তব্ধ করবে শ্বাস!

আমার সুখ চাবির ভার যদি দিই তোমার কাঁধে-
আলোর ঝর্ণায় ধুয়ে দেবে মনের শ্যাওলা!
আগলে রাখবে কি জিয়ন কাঠি ছুঁয়ে?
নাকি কাঁটার তার ছুঁড়ে করবে রক্তাত্ব!

আমার একাকীত্ব দিই যদি তোমায় ভাগ করে নিতে-
বুক জুড়ে আগলে রাখবে তো সুখ বাসরে!
স্মৃতির পাতায় গাঁথবে কি হাজার রঙিন স্বপ্নে?
নাকি ভাসিয়ে দেবে গহন দুখের সায়রে!

Exit mobile version