কবিতা

কবিতা- অমর্ত্য উপকথা

অমর্ত্য উপকথা
– পারমিতা ভট্টাচার্য

ফাল্গুনী জোৎস্না আবহে এখনও
ল্যাম্প পোস্টের আলো অপেক্ষা করে পথিকের….

কংক্রিটের বুক ফাটিয়ে অস্তিত্ব খোঁজে
একটি অনাহুত বটের চারা….

মেঘ আসে, বৃষ্টি এসে ভিজিয়ে দেয় সমস্ত অলি গলি
পলেস্তরা খসা চিলেকোঠা জেগে উঠে
উষ্ণ ঠোঁটের আবেশে,রাতের শেষে…..

গঙ্গার ঘাটে ওঙ্কারি শান্তি,
যাপনের ঝাঁপিতে অঘোরী ধ্বনি,

আমি বুঁদ হয়ে শুনি এত শব্দের অনুরণন….

মহাশূন্যে পাক খাওয়া হতাশ আলোবিতান
খেই হারা হয়ে নেমে আসে সন্ধ্যা পাখির ডানায়

জাগতিক উপকথার উপসংহারে সভ্যতা
মায়ার আঁচল ছোঁয়ালে
ডুব সাঁতারের রঙ পলাশ হয়ে যায়,
রাগিনীর অনর্গল অমর্ত্য আনাগোনায়
গমক আর মীড় ভাসে আকণ্ঠ ভালোবাসায়…….

Loading

Leave A Comment

You cannot copy content of this page