কবিতা- বৈশাখ

বৈশাখ
-পলি ঘোষ (বৃষ্টি)

 

 

বৈশাখ তুমি নতুনের আগমনী বার্তা।
বৈশাখ তুমি পুরাতনের শেষে নূতন সূচনার বার্তা বাহক।
বৈশাখ তুমি তোমার তীব্র তাপে,
পুরানোকে দগ্ধ করে সকল জীর্ণতাকে জ্বালাও।
বৈশাখ তুমি ফুলের মতো পড়বে ঝরে
সত্য, শান্তি, সাম্যবাদের পটভূমিতে।
বৈশাখ তুমি ভস্ম স্তুপ থেকে সংগৃহীত হবে নতুন বৃক্ষে।
বৈশাখ তুমি অন্যায়, অত্যাচার, অমানবিকতার চেতনার উন্মাদনা।
বৈশাখ তুমি নিয়ে আসো নতুনের আহ্বান বার্তা।
বৈশাখ তুমি খোলো নতুন দুয়ার পুরানোকে বিসর্জনের তান্ডব লীলা।
বৈশাখ তুমি পারো ঝোড়ো তান্ডব নীলায় ধূলার আস্তরণ উড়িয়ে দিতে।
বৈশাখ তুমি পারো নতুন মানবের মধ্যে উন্মোচনের জাগরণ জাগাতে।

বৈশাখ তুমি দিতে পারো স্নেহ মমতা ভালোবাসায় ভরিয়ে দিতে।
বৈশাখ তুমি পুণ্যলোকে উদ্ভাসিত রবি ঠাকুর হয়ে থাকো মহামানবের অন্তরে অন্তরে।
বৈশাখ তুমি জ্বলে উঠো নতুন রবির আলোয়।
বৈশাখ তুমি জ্বালিয়ে তুলে ধরো নতুন মশাল।
বৈশাখ তুমি কটু গন্ধ থেকে মুক্ত করো
মানুষের বিবেক মনুষ্যত্বকে।
বৈশাখ তুমি ধ্বনিতে ধ্বনিতে উদ্ভাসিত হও
নব আনন্দের জয়গানের প্রতিধ্বনিতে।

Loading

Leave A Comment