“অন্তরের কথা”
-সুমিতা পয়ড়্যা
হাজার ফুল চাইনি কখনো
শুধু একটি লাল গোলাপ
একটি মাত্র, একটি।
জীবন একটাই; মৃত্যু কি একটাই!
প্রশ্ন জাগে মনে!
মৃত্যুর ক্ষণ তো বড়ই পলকা
প্রতিটি ঢেউয়ের মতই ভাঙ্গে।
পৃথিবীর যত সুখ আছে চাইনি কখনো!
শুধু একটিই তো বাক্য
প্রতিবার কত মুহূর্তে শোনার অপেক্ষায়!
নতুন করে চাইনি কখনো
শুধু স্বপ্নের ভিড়ে সুখের অনুভূতি
অনেক যত্ন করে রাখা স্বপ্নের ধন
হৃদয় জুড়ে শুধু তুমি।
ভালোবাসার কোন নিয়ম চাই নি
চাওয়া-পাওয়ার ভালোবাসা চাইনি
শুধু ভালোবাসি-ভালোবাসি।
অনুভবে চাই, কল্পনাতে চাই, স্বপ্নে চাই,
বৃষ্টিভেজা অন্তরে শুধু তোমাকেই চাই।
ভেঙ্গে যাওয়া এক চিলতে আলোর রেখায় যে মলিনতা
পাওয়া না পাওয়া জীবনে ঝড়ের ছিঁড়ে ছুটে যাওয়া
শুধু কষ্টের ঘরে বিনিদ্র রাত জাগা–এইগুলো
কি মৃত্যু নয়!
নিঃশ্বাস না থাকলে বুঝি মৃত্যু হয়
মরে থাকাটা কি মৃত্যুর অধিক নয়!
পাওয়া আর হারানোর হিসাব করা বড়ই কঠিন।
চাইনা কিছু, চাইনা গুঞ্জরণ,
চাইনা কোন কাটাছেঁড়া;
শুধু একটিবার, শুধুই একটিবার
লাল গোলাপের রঙে রং মিশিয়ে বল–ভালোবাসি।