কবিতা

কবিতা- আমার কবিতারা

আমার কবিতারা
– শম্পা সাহা

 

 

যদি কোনোদিন কবি হই
যদি কোনোদিন কোনো খবরের কাগজে আমার নাম প্রথম পাতায় ছবি সহ
মঞ্চ আলো করে আমি আর আমার উপাস‍্যরা
যদি কোনোদিন আমার নাম লোকে কবি হিসেবে উচ্চারণ করে
তারপর আর শব্দ নিয়ে ভাববো না
ভাব নিয়ে ভাবনাদের তখন বেজায় ছুটি
ভালোবাসার তখন বড্ড মন খারাপ
তখন সামান্য কলম ছুঁইয়ে ছাইপাশ
তাতেই বইবে বাহা বাহার বন‍্যা
প্লাবিত হব মুহুর্মূহ প্রশংসা বাক‍্যে
অনুরাগী আর স্তাবকের দিকে ছুঁড়ে দেব দুয়েকটা রুটি
কাড়াকাড়ি মারামারি পড়ে যাবে তা সংগ্ৰহে
কবিতার বাজারীকরণে আমি তখন বিরাট ব‍্যবসায়ী
কোনো কবিতাই আর বিনামূল্যে দৃষ্টিগোচর নয়
ফরমায়েশি কবিতারা তখন গায়ে রং চড়িয়ে মুজরা করবে
নোট উড়বে দিকবিদিক ছেয়ে
কবিতারা কাঁদবে ছটফট করবে
বনসাই কবিতারা স্বাদ গন্ধহীন সংকর প্রজাতি
তবু বিকোবে চড়া দরে

না এসব নিছকই কল্পনা
তাই আমার হৃদয় নিংড়ানো কবিতারা
ধূলোয় গড়াগড়ি যায়
কেউ ফিরেও দেখে না
শুধু আমি যত্ন করে ধুলো ঝেড়ে সাজিয়ে রাখি আমার মনের খাসমহলে
জানি তোমাদের কাছে আমার কবিতারা
কবিতা হয়ে উঠবে না কোনোদিন
তোমাদের কাছে এ নিছকই প্রলাপ
আর আমার কাছে?
এরা যে প্রস্ফুটিত হৃদয়।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>