বর্ষ বরণ
– সঞ্জিত মণ্ডল
উদাসী চৈত্র পাতা ঝরিয়েছে নিখিলের বনে বনে
বিরহী বাতাস হা হুতাশ করে দোলা দিয়ে গেছে মনে।
বিধুরা মহুয়া বিদায় নিয়েছে বর্ষ শেষের দিনে
দিগন্ত পার হয়ে গেছে বুঝি বসন্ত মনে মনে।
সেই থেকে কার কথা ভাবি আর পথ চাই দিন গুনে,
কালবৈশাখী কবে থেকে যেন দোলা দিয়ে গেছে মনে।
প্রকৃতিও সাড়া দিয়েছে বুঝিবা নব বরষের গানে
কচি কিশলয় বর্ষ বরণ করেছে আপন মনে।
চৈত্রের চিতা ভস্ম উড়েছে মাতাল হাওয়ার দিনে
স্নিগ্ধ বাতাসে নব বরষের আগমন হবে জেনে।
বাঙালির ঘরে যত পার্বণ শুরু হয় শুভক্ষণে,
হালখাতা হবে নতুন পোষাকে বর্ষ বরণ দিনে।
মঙ্গল ঘট দুয়ারে দুয়ারে আবাহন জনে জনে,
ধনী দরিদ্র একাকার হোক সমতা আসুক মনে।
বিভাজন ভুলে উঁচু নীচু আর জাত পাত যাক থেমে,
বর্ষ বরণ একতা আনুক বাঙালির মনে প্রাণে।
নব পঞ্জিকা, নব পত্রিকা, নব পুস্তিকা কিনে
নব আনন্দে বর্ষ বরণ হোক সবাকার মনে।
যে যেখানে থাক ঘুচুক অভাব নিঃসংশয় মনে
বর্ষ বরণে সামিল সবাই বাংলার কোনে কোনে।
শপথ নিলাম সুন্দর মনে বর্ষ বরণ দিনে
বিদ্বেষ বিষ থাকে নাকো যেন কোনো বাঙালির মনে।
মঙ্গল করো সবার হে প্রভু নব পবিত্র দিনে
অশ্রু মুছায়ে বেদনা ঘুচায়ে প্রশান্তি দাও মনে।
আলাপী মন কে আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই। নতুন বছর শান্তি সমৃদ্ধি আর নির্মল বাতাস বয়ে আনুক সকলের মনে। সকলের মঙ্গল হোক।