তুমি স্বপ্নে বাঁচো
-কাজল দাস
তুমি স্বপ্নে বাঁচো, স্বপ্নেই বাঁচো
প্রেমের উঠোনে নয়,
আমার ভিতর ঘরে,- অন্তরালে
তুমি নিষিদ্ধ পরিচয়।
তুমি স্বপ্নে বাঁচো, স্বপ্নেই বাঁচো
তাড়া নেই ঘরে ফেরার,
রাত্রি যাপন- হোক জ্বালাতন
চোখ হোক দিশেহারা।
তুমি স্বপ্নে বাঁচো, স্বপ্নেই বাঁচো
খোলা আকাশের মতো,
খুলে ফেলো সব জড়তার মেঘ
ভিজে যাও অবিরত।
তুমি স্বপ্নে বাঁচো, স্বপ্নেই বাঁচো
অশরীরি ছুঁতে চাওয়ায়,
ভেঙে ফেলা সব নিয়ম জুড়ে
অবাধ্যতার হাওয়ায়।
তুমি স্বপ্নে বাঁচো, স্বপ্নেই বাঁচো
ভয় নেই প্রেমে পড়ার,
শুধু কল্পনাতেই অক্ষর-জাত’
কবিতাতে- মনগড়া।