Site icon আলাপী মন

কবিতা- সবশেষে

সবশেষে
-অলোক শীল

ধরে নে!
আজ আমার শেষ যাত্রা, তুই কাঁদবি?
না- না, আমি তো ওসব দেখবো না
নাও কাঁদতে পারিস!
হতে পারে তুই,
হয়তো বা অন্য কারুর প্রেমে
মেসেঞ্জারের নীল আলো প্রেম প্রেম লাল দেখছিস

আর
আমার দেহটা ততক্ষণে ছাই হয়ে গেলো
তুই গভীর ভাত ঘুমে প্রেমের স্বপ্নে মগ্ন

মনে পড়বে না আমার কথা বলা
বা কবিতাগুলো?
আর তোর অপছন্দের গাল ভরা দাড়ি গোঁফ

ধীরে ধীরে অনেকটা দিন মাস বছর
ভুলতে বসলো সবাই আর তুইও..

তার পর যদি ফিরে আসি আবার
নিছক গল্প মনগড়া আমার
সবশেষে॥

Exit mobile version