কবিতা

কবিতা- এত প্রেম কোথায় রাখি

এত প্রেম কোথায় রাখি
-পারমিতা ভট্টাচার্য

নিঝুম রাতে একলা করা নিয়ন আলোর
সাথে, দিব্যি এখন ছাতিমগন্ধী গল্প করেই কাটে,
সাগর ফেনায় অগোছালো গা ভাসিয়ে দিলে
ঝাউ কলমে এলিজিরা দিব্যি ফুটে উঠে…..

নোনা জলের স্বাদ মেটেনা এক জীবনে
অতলান্ত বোধের পাহাড় পড়ছে ঝুঁকে,
সে তো বেশ দিব্যি আছে পুকুর ছুঁয়ে
আমারই শুধু বিষাদ ফাগুন জ্বলছে বুকে….

আগুন আর কি পোড়াবে, অস্থি- মজ্জা
ছাই হয়েছে সেগুলো সব অনেক আগেই,
শিরদাঁড়াটা যদিও আজও ঋজুই আছে
যুদ্ধটা ঠিক জিতেই যাবো তাকে নিয়েই…

ঘুন পোকারা উঠছে বেয়ে রুদ্ধশ্বাসে
গড়িয়ে পড়ছে মুখের থেকে তরল হাসি,
যায় গড়িয়ে খুচরো গুলো গহীন যামে
শুকনো পাতায় কে ছড়ালো খইয়ের রাশি?

যে মেয়েটা তুমুল প্রেমে ভিজতো রোজ
বুকের ভিতর প্রেমের নামে পুষতো পাখি,
তার শেষের থেকে হচ্ছে শুরু যাপন কথা
বলতে পারো, এত প্রেম কোথায় রাখি?

Loading

Leave A Comment

You cannot copy content of this page