Site icon আলাপী মন

কবিতা-“প্রাপ্য”

“প্রাপ্য”
সুমিতা পয়ড়্যা

আমি তো আমার কথা রেখেছি বর্ণে বর্ণে শব্দে শব্দে
সত্যগুলো গভীর গহন থেকে তুলে এনেছি
যেমন সিন্ধু সেঁচে মুক্তা আনে।
বজ্র কঠিন পথে দাপিয়ে বেড়িয়েছি শুধু একটু শান্তির খোঁজে!
প্রতিবাদী মন প্রতিবাদ করেছে মিথ্যার রাজ্যে,
আপোষহীন শপথ নিয়েছি অবিরত,
লেখনীর অনিবার্যতায় গড়েছি শাণিত বক্ষ,
বিরহের একাকীত্বে জ্বালিয়েছি বারুদ,
আবরণ হীন জীবনে সংগ্রাম করেছি অনেকখানি,
অন্তর দহনে অঙ্গার হয়েছি প্রতিনিয়ত,
দুঃখের আড়ালে জীবনের বাজি রেখেছি;
উপেক্ষিত মানুষের হাত ধরে।
শৃঙ্খলতার বেড়াজালে জ্বেলেছি মনন প্রদীপ
স্বাভাবিকতার শাসনে গড়েছি দৃঢ় চেতনা।
নিজেকে তৈরি করেছি শিল্পীর শৈল্পিক স্বত্ত্বায়;
বিনিময়ে বুনোফুলের গন্ধের প্রাপ্তি।
নীরবতার শপথে হেঁটেছি বহুদূর
তবু অস্থিরতার চক্রব্যূহে আটকে রয়েছে মন প্রাণ;
একী সম্মানের ফসল;
নাকি পরাজয়ের বিক্ষুব্ধ আমি আজ কলমাস্ত্রে।

Exit mobile version