কবিতা

কবিতা- চলে যেতে যেতে

চলে যেতে যেতে
অমিতাভ সরকার

চলে যেতে হয়,
চলে যেতেই হবে।
তবুওতো রেখে যেতে হয় কিছু;–চারণ ভূমিতে চড়তে চড়তে কত না গ্রহণ করেছি। কিছু তো দিয়ে যেতে হবে, দিতে তো হবেই।
ম্লান হাসিটুকু রূপান্তরিত হোক, উদ্ভাসিত হোক সৃষ্টির আকুতি থেকে ঝরনার উচ্ছলিত স্রোতের মতো। তুমি দেখে হাসবে, বর্ণনা করবে। কত কথা হবে, কত আলোচিত হবে।
বর্ণালী, তোমাকে দেখে আমি ভূমধ্যসাগরে দ্বীপ খুঁজে পেয়েছিলাম। থমকে দাঁড়িয়ে আমি একটু আশ্বস্ত হয়েছিলাম। এইবার তোমাকে দেখবো, প্রাণ ভরে দেখবো। প্রকৃতির রূপ, রস, গন্ধ তোমার মধ্যে যা নিমজ্জিত, প্রাণ ভরে গ্রহণ করব।
ভূমধ্যসাগরে দিগন্ত থেকে ঊষার আলো দেখব, সূর্য প্রণাম করে দিন শুরু করব। তুমি পাশে থাকবে। নীল আকাশ, শঙ্খচিল, নীল জলের গন্ধ সাক্ষী থাকবে তোমার আমার হাতে হাত রাখার মুহূর্তের। তোমার আমার ওষ্ঠের মৃদু কম্পন দর্পণে আঁকা থাকবে।
চলে যেতে যেতে এই টুকু তোমাকে দিয়ে গেলাম, স্মৃতির কোটরে ধরে রেখো। নিঃস্ব হয়ে এসেছিলাম, নিঃস্ব হয়ে চলে গেলাম।

Loading

Leave A Comment

You cannot copy content of this page