Site icon আলাপী মন

কবিতা- দুই মন

দুই মন
-সুদীপা ধর

 চেনা মন বলে চিনেছ যাকে
অচেনা মন বলে সত্য কি চিনেছো তাকে?
চেনা মন বলে তুমি কি জানো মনের কথা?
অচেনা মন বলে হায়রে!
মনটাই যে চোরাবালিতে ভরা।
চেনা মন বলে সাত রঙে সাজানো আমার মন,
অচেনা মন বলে সাত রঙ! সেতো ক্ষনিকের,  সাদাকালোতেই ভরা।
চেনা মন বলে মনটা যে স্বপ্নে-মেশা দিনরাত,
অচেনা মন বলে স্বপ্ন! সেতো ক্ষণিকের ভালোলাগা ।
চেনা মন বলে হাজারো ভিড়ের মাঝে তাকে আমি চিনি,
অচেনা মন বলে চেনা ছবিটা, মুখোশের আড়ালে অচেনা।
চেনা মন বলে সাজিয়েছি ইমারত একটু একটু করে মনের মধ্যে,
অচেনা মন বলে ইমারত! সেও তো ঠুনকো, ভঙ্গুর।
চেনা মন- অচেনা মনের দ্বন্দ্ব থাকবে চিরকাল
বোঝাবুঝির ঊর্ধ্বে এ দুটি মনের খেলাঘর
দুটি মনের কেউ কারো কে বুঝতে না পারে
দুটি মন দুই প্রান্তে আপন খেয়ালে চলে।।

Exit mobile version