Site icon আলাপী মন

কবিতা- প্রকৃতি

প্রকৃতি
-মিঠু ঘোষ

প্রকৃতি
তুমি অপরূপ সাজে সজ্জিতা
তোমায় সবুজ শাড়িতে অসাধারণ,
কোথাও আবার রকমারি ফুলের কাজ
কোথাও আবার পর্ণ মোচীর সমাহার।

প্রকৃতি
তুমি অনন্যা,
তোমায় নিয়ে কত কবির কবিতার বন্যা।
তোমার কোলে মাথা দিয়ে যাই যে ঘুমের দেশে,
সেথা দেখতে পাই সর্ষে ফুলের হলুদ ক্ষেত যেন দুলছে হেসে হেসে।

প্রকৃতি
তুমি কখনও কনক প্রভায় অপরূপা,
অঘ্রানে আমন ধানে
অসাধারণ তোমার ঘ্রাণে।
ধনধান্যে গোলায় ভরে,
রূপের ডালি তোমার মন যে কাড়ে।

প্রকৃতি
তুমি এত নম্রতায় কেন থাকো,
তোমার মায়া ছেড়ে কভু চলে যেতে চাই না।
তোমায় যত দেখি তত মন কাড়ে অবিরত,
প্রকৃতি তোমায় নিয়ে যেন বাঁচতে পারি সতত।

Exit mobile version