কবিতা- বাঁচার তাগিদ

বাঁচার তাগিদ
– অলোক শীল

চুপ, প্রাণে নির্মম প্রহার,
বিকেলের আড্ডায় চায়ের সঙ্গে গরম সিঙ্গারা
আবারও বাঁচার তাগিদ
আরাম প্রিয় কবিদের নতুন লেখা
আধুনিকতার ছোঁয়া।

শ্বাস নিতে ইচ্ছুক প্রার্থীরা হাত তোলো
নয়তো সারি পাতবে ছাই আর অস্থি
কুকুর শকুন আসাক্ত পোড়া মাংসে
মনে তবু বাঁচার ইচ্ছা প্রবল।

পকেট ভর্তি টাকার অহংকার
খাওয়া নেই, পেট জর্জরিত কান্নায়
জাত পাত কোথায় গেলো রে
আবারও শখ নেশা নতুন কবিতা সম্পদনার।

Loading

Leave A Comment