Site icon আলাপী মন

কবিতা- হেঁয়ালি দস্তক্ষত

হেঁয়ালি দস্তক্ষত
– পারমিতা ভট্টাচার্য

আধফোটা পদ্মের মতো চোখে
দেখছো তুমি পৃথিবীর শূন্যতা,
নাভি থেকে উন্মুক্ত কামজ বেদনায়
লেখা হচ্ছে কস্তুরীর জন্মকথা…..

শপথের যোজন পথ দূরে বসে আছো
নিভৃতনামায় ভেষজ শীতল উপশম,
হন্তারকের ঝুলিতে কিছু রক্তের ধারাপাত
গাছের বাকল ছুঁয়ে প্রকৃতি অরণ্যে সম্ভ্রম….

কিছুটা পথ এগোলেই হলুদ একটা নদী
যার পাড় ঘেঁষে চির বসন্ত হাঁটে,
জীবনে জমিয়ে রাখা সাধের কুঁড়ো খুদ
ঘাটের সিঁড়িতে চড়াই খায় খুঁটে….

আর একটা জীবন দিও, হে প্রভু
বৃক্ষের শিকড় ঘেঁষে নমস্য দণ্ডবত,
নীল জলে দেখি আদিম হাস্য ভাসে
ঝর্ণা হয়ে পড়ছে ঝরে হেঁয়ালি দস্তক্ষত…

Exit mobile version