কবিতা- ভুলে যেতে চাই

ভুলে যেতে চাই
– সঞ্জিত মণ্ডল

ভুলে যেতে চাই চেষ্টাও প্রাণপণে-
সদা হেরে যাই অবাধ্য পিছুটানে,
এতোটাই যদি আজও পিছনেই ডাকো,
কি করে পারলে তড়িঘড়ি পর হতে!
ভুল শোধরাতে সহানুভূতির হাওয়া –
গায়ে জ্বর মনে অস্থির কাঁপুনিটা,
আজও কি করে যে এমনটা পিছু ডাকো,
ভুলের মাশুল জীবনে মিটবে নাকো।

মনে হয়েছিল তুমি বুঝি জিতে গেছ-
গাড়ি বাড়ি আর দাস দাসী পেলে কতো,
ভবঘুরে কবি রোজগার নেই অতো,
মন ঠিক বোঝে প্রেমের সঙ্গে উপাচার লাগে কতো।
তোষামুদে প্রেমে প্রথমেই পরাজয়-
বেড়াজাল শুধু অবস্থা ভেদে নয়,
তবু সুন্দর শ্রীমুখটা বুকে রেখে,
মনের দরজা খুলে রাখি বোধহয়।

নিরাশার কথা কখনো ভাবিনি মনে-
বিশ্বাস নাকি ভ্রান্তি জানিনা সেটা,
বিবেকের বাণী আর শুনি না’কো কানে,
এখনো এ মনে তুমিই অপরাজিতা।
জানো অমৃতা, সেদিনগুলোকে স্বপ্নই মনে হয়-
কোনো দিন তুমি ছেড়ে চলে যেতে পারো,
নদী সাগরের ঢেউ জানি ফিরে আসে,
জানিনা সে ঢেউ করবে কি আশাহত।
দারুচিনি দ্বীপ মনের ভিতরে আছে-
এসো, দুজনেই খুঁজি তার পরিচয়,
একদিন ঠিক খুঁজে পেয়ে যাব জানি,
শুনবো না কথা বুকে নেব নিশ্চয়।।

Loading

2 thoughts on “কবিতা- ভুলে যেতে চাই

  1. আলাপী মন কে আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই। সকলের প্রিয় আলাপী মন এর সকল সদস্য বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন।

Leave A Comment