তোমাকে পেয়ে,
-পাপিয়া ঘোষ সিংহ
হঠাৎ সেদিন তোমার দেখা পেয়ে
পাল্টে গেছিল জীবনের বাঁধা ছন্দ,
হৃদয় চাইছে আপন করে পেতে
সমাজের ভয়ে কাটে না মনের দ্বন্দ্ব।
এ লড়াই ছিল অতীব ক্ষণস্থায়ী,
বাঁধ ভাঙা সেই প্রেমচ্ছাসের কাছে,
সংস্কারের বেড়াজাল ছিঁড়ে দিয়ে-
প্রবল বেগে মন ছুটে চলে গেছে।
তুমি আর আমি পড়েছি জড়িয়ে মনে
কেউ কি আছে তোমার মতো আপন?
অভিমান আর অভিযোগ সাথে নিয়ে
আমরা চলবো আমাদেরই মতন।
মাঝে মাঝে ভাবি, কোথা ছিলে তুমি
কোথায় বা আমি ছিলাম?
ভালোবাসা ঘুচালো যে ব্যবধান
মন হারিয়ে তোমাকে তাই পেলাম।
হারাতে চাই না পরমধন ভালোবাসা,
সব সীমারেখা পার হয়ে যাব তাই,
মগ্ন মনেতে হারাবো দিকবিদিক।
তুমি আর আমি দুজনাতে দুজনাই ।
জীবনে পাওয়া আনমল এ রতন
যতনে রেখো হৃদমাঝারে তোমার,
তোমার আসন পাতা জেনে রেখো
মনের মণিকোঠায় তোমার প্রিয়ার।