Site icon আলাপী মন

কবিতা- নতুন সময় আসছে

নতুন সময় আসছে
-সুমিত মোদক

 

 

চিতাকাঠে এতো আগুন লাগলে ঘুমাবো কি ভাবে!
দিন-রাত জাগে শ্মশানভূমি,
শ্মশানের পাশ দিয়ে বয়ে চলা নদী;
নদীও কেমন যেন অসহায় বোধ করে;
বোধের ভিতর থেকে বেরিয়ে আসে আরেক বোধ;
জন্ম নেয় নতুন প্রজন্মের নিজস্ব পৃথিবী;

পিতামহ ভীষ্ম বহু যুগ আগে শরসজ্জা নিয়ে নিয়েছেন;
দেখেছেন কুরুক্ষেত্র প্রান্তর;
যেখানে আজও শ্রীকৃষ্ণ বাজায় পঞ্চজন্য শঙ্খ;
আজও ভাসে যুদ্ধ জয়ের উল্লাস;

অথচ, কুটি তোলা পাখি একটু একটু করে গড়ে নেয় তার নীড়;
যেখানে তার প্রজন্মের স্বপ্ন;
ডানা থেকে খসে পড়া পালক বলে দেয় –
এক নতুন সময় আসছে;

নতুন সময়, হ্যাঁ, নতুন সময়;
যে সময়ে মধ্যে আমাদেরকে ঢুকে পড়তে হবে নীরবে;
যে সময়কে আমরা চিনতাম না;
তাকে চিনতে হবে,
তাকে গ্রহণ করতে হবে, করতে হবে আত্মসমর্পণ;
তাতেই আমাদের মুক্তি;

বহু দিন হলো ঘুমাইনি শান্তিতে;
আজ একটু ঘুম দেবো মায়ের আঁচল পেতে;

মা, আমাকে একটু ঘুম পাড়াও;
গাও, ঘুমপাড়ানি গান;
এতো মহামারী, এতো মারামারি, এতো খুনাখুনি, এতো রক্ত, দাউদাউ আগুন …
আমি আর নিতে পারছি না মা;
নিতে পারছি না;
আমি তো নীলকন্ঠ নই, যে বিষ কণ্ঠে ধারণ করবো!
আমি যে তোমার ক্ষ্যাপা ছেলে;
পথে পথে একতারাটি হাতে;

মা, তোমার সনাতন আঁচল দাও।

Exit mobile version