Site icon আলাপী মন

কবিতা-“মনে রেখো”

“মনে রেখো”
-সুমিতা পয়ড়্যা

তুমি যদি সেই অন্তহীন শব্দরাশি হও
আমি মুক্তছন্দ হব।
তুমি যদি অশ্রু বৃষ্টিধারায় ভাসো
আমি বাঁধভাঙ্গা উৎসের খোঁজে থাকবো।
তুমি যদি নীল পাহাড়ের চূড়ায় ওঠো
আমি তোমার পাগলাঝোরা হব।
তুমি যখন গান গাইবে হাজার কোটি রাগে অনুরাগে
ওষ্ঠ ধারায় তৃপ্ত হব।
সকালবেলার সোনালী ছটায় ডুব দেব,
না বলা শব্দের বাক্যবাণে মুখরিত হব,
অসংখ্য তারার মাঝে একটা দু’টো করে কাব্য গাঁথবো,
অসম্ভবের সঙ্গতে ঘুরে বেড়াবো,
অবিন্যস্ত চুলের আদর মাখা গন্ধ নেব,
শখের বাগানে না হয় হাসনুহানার জন্ম দেব;
রডোডেনড্রনেরা পাপড়ি মেলে মাতাল হবে
ক্লান্ত দুচোখে টলটলে জল ভরবে খালি
সিক্ত বুকে কখনো তুমি আসবে যদি–
আমিই তোমার সঙ্গী হব।
সঙ্গী হব। সঙ্গীই হব।

Exit mobile version