আঙুল
-উজ্জ্বল সামন্ত
যার দিকে তুলছো আঙুল একটি সোজা দোষ ঢাকতে
তিনটি আঙুল তোমার দিকে একটি দেখো ওপরে আছে
তোমার দিকের তিন আঙুল দিক দর্শনে বলতে চায় কি?
ঠিক- ভুল যাই হোও ওপরে ঈশ্বর দেখছেন তা ঠিকই
আঙুল তোলা খুব সহজ স্বার্থে যখন আঘাত লাগে
নিজের দোষ কেউ দেখেনি অপরকেই দোষী ভাবে,
ঠাকুরের নামেও রাজনীতি রঙ মাখে শ্লোগানের বুলি
আমজনতার দুঃখ কষ্ট ভবিষ্যতেও থাকবে এড়িয়ে চলি।
মানুষ মানুষের জন্য, সমাজের দায়বদ্ধতা ভুলে গেছি
সমাজ যদি স্বার্থপর হয় মানবিকতার ঠাঁই কোথায়, বলো দেখি ?
হাতের আঙুল পাঁচটি যেমন সমান নয় তাই মুঠোয় শক্তি
নীতি বাক্য বইয়ের পাতায় বিবেক কি কখনো দেয় উঁকি?
একটা আঙুলের চাপে ভোট পড়ে একটা আঙুলেই টিপছাপ
একটা আঙুল বডড বোকা প্রতিশ্রুতিতে করে বিশ্বাস
একটা আঙুলের নির্দেশেই নির্ভর ভবিষ্যত নীতি জীবন জীবিকা
একটা আঙুলের বিশ্বাসেই লুুুকিয়ে আগামীর ইতিকথা…