ভালোবাসা যাবে না আমায়…
-অলোক শীল
আগোছাল জীবন নিয়ে আমি ব্যস্ত,
আগেই বলেছি, ভালোবাসা যাবে না আমায়
সমুদ্রের নোনাজলে আমার খেলাঘর
কখনো চাঁদ তারায় আমিটা হারায়।
বলছি না, ভালোবাসা যাবে না আমায়
তুমি দেখেছো মেঘের দেশের নীল পাহাড়?
গরমকালে চোখ ধাঁধানো কুয়াশার খেলা
ছুঁতে চাইলে পাবেনা আমায়,
ঐখানে আমার ঘর।
ভালোবাসাবে আমায় তবে!
পান্তা ভাত নাস্তাতে, নেই পাউরুটি মাখন
সাইকেলে চড়ে রাতে দুজনে জোনাকি গায়ে মাখবো
বৃষ্টি ভিজবো ছেঁড়া ছাতায়
পাহাড়ি ফুল দেবো ভালোবাসার উপহার
লাল নীল সবুজ হলুদে গা ভাসাবো দুজনে
ভালোবাসাবে আমায় ?
বলছি না ভালোবাসা যাবে না আমায় …