কবিতা

কবিতা- ভোরের স্বপ্ন

ভোরের স্বপ্ন
-পায়েল সাহু

মনখারাপের ভোরের স্বপ্নে ভাসে চাঁদপানা তোমার মুখ,
পূর্ণ দৃষ্টির তোমার সে চাহনি ভীষণ চেনা,
উন্মত্ত সমুদ্রের অন্তরের মতো শান্ত গভীর এক সুখ,
নিযুত অভিযোগের কৈফিয়তে শান্তির এক ঠিকানা।

স্বপ্নে তুমি এসেছিলে নিয়ে অতীতের রঙিন স্মৃতি
ভালোলাগার ডানায় ভেসেছিলো স্মৃতিমেদুর মন,
তোমাকে পাওয়ার কল্পনায় মনের তখন অপ্রতিরোধ্য গতি,
তীব্র কামনায় প্রতিটি রোমকূপ যেন উন্মুখ তখন।

ঘুম ভাঙা নতুন ভোরে তুমি অধরা চিরকালের মতন,
অঢেল নেশায় তবু তোমাকেই ভেবে চলা অনুক্ষণ,
ভালোবাসার উপলব্ধি বিলিয়ে তোমার বিস্তৃতি যেন বিশাল আকাশ,
সব অনুভূতি বুঝি অতীত এখন সঙ্গী কেবল দীর্ঘশ্বাস।

ভোরের স্বপ্ন সত্যি করে ফিরলে আমার ঠোঁটের উষ্ণতায়,
শত অভিযোগ মুহূর্তে দ্রবীভুক্ত অশ্রুসিক্ত ব্যাকুলতায়।
অভিমানী তুমিও যে ছিলে একই পথের বাঁকে আমারই অপেক্ষায়,
নিস্তব্ধ অনুযোগের শেষে পরম শান্তি তোমার আলিঙ্গনের আশ্রয়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page