Site icon আলাপী মন

অণু কবিতা- আঙুল তুললে

আঙুল তুললে
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

আঙুল তুললে-
আউট হয়ে,
প্যাভিলিয়নে ফিরতে হবে।

আঙুল তুললে –
সাজানো ঘর,
তাসের ঘরের মত ভাঙবে।

আঙুল তুললে –
জানি তুমি টলবে তখন,
ওই আসনে।

আঙুল তুললে –
জানি তুমি পাঠিয়ে দেবে,
নির্বাসনে।

আঙুল তুললে –
রক্তচক্ষু… বলবে তখন
মিথ্যেবাদী।

আঙুল না তুলেই –
তাই রইলাম সব
নির্বিবাদী।

Exit mobile version