অবেলায় ঝড়
-অলোক শীল
বাদলা বেলায় অভিশপ্ত রোদের হাসি,
মিনিট পাঁচেক আগে ছিল ভালোবাসার প্রতিশ্রুতি
জানা ছিল না, ঝড় এসেছিল অবেলায়
সতেজ আজও স্মৃতিরা বন্দি মুঠোফোনে।
একাকী পথচলা অভ্যাসটা নতুন
ঘড়ির কাঁটা ছুটছে দুর্বার গতিপথে
অজানা ঠিকানা গোধুলি জানে সে ভালোবাসা
কাছে টানে ভেসে আসা মহুয়ার গান।
গড়ে ভাঙে নদী জানে আত্মকথা
বুকের বাম পাশে ঘর বেঁধেছে অপরিচিত ব্যাথা
রোমান্টিক কবিদের বিরহ কথা ।