রেখে গেলাম
-অমিতাভ সরকার
বাঁধন-হারা সৃষ্টি গুলো কোথায় যেন হারিয়ে ছিল।
বেড়ায় ঘেরা বাগানটাতে ওইগুলো সব লুকিয়ে ছিল।
বেড়ার আগল খুলে দিলাম দেখ না তোরা সবাই মিলে।
কোথায় আছে সূর্য সকাল ভ্রমরগুলো নাচছে বিলে।
প্রেমের হৃদয় উদাস ছিল মেঘলা দুপুরে জানলা পারে।
খানিক তুই সবুর কর প্রেমিক আসবে নদীর পাড়ে।
বর্ষা মধুর সাঁঝের বেলা কেনা ছিল বেলির মালা।
কোন কারণে ছিটকে গেলি রেখে গেলাম ডাইরি খোলা।