Site icon আলাপী মন

কবিতা- আঁধার আলাপনে

আঁধার আলাপনে

-অমল দাস

 

 

সূর্যের রক্তিম আভার কাছে যারা ছুটে গেছে

উদীয়মান সকালের আলো ধরতে অতি উৎসাহে

তাদের পৃথিবীর বর্ণপরিচয় খোলার সময় হয়নি কখনো,

দেখেনি তারা নিশি আলনায় পাটেপাটে সাজানো আছে

নৈসর্গিক পৃথিবীর অবর্ণনীয় কৃষ্ণকায় রূপ।

কতদিন গ্রহের ছায়ায় মুছে গেছে রোদ!

কত মেঘের আড়ালে হারিয়েছে তারাদের স্রোত!

আঙিনার বৃদ্ধ-বাসে খোয়া গেছে কতশত মোমের হাসি,

রঞ্জিত মেরুর আলেয়াও ক্ষণিকের –উদ্বায়ী, উদাসী। 

তবু তারা ছুটে যায় পরিযায়ী ডানার মতন …

কতবার ভেসে গেছে রামধনু রঙ বৃষ্টি-আলাপনে

ওই রঙে বহুবার আলপনা দিয়েছে গোধূলি গোপনে,

পৃথিবীর আঁধারেই জেগেছে জোনাকি  -ফুলেদের ঘ্রাণ 

আলোর উৎসমুখে ছাই হয়ে নিভে যায় আজও বহু প্রাণ

হয়নি দেখা উল্লাসে, দেখার নয়নে.. 

চেনা-অচেনা মন পোড়ার গন্ধ মেখে গায়ে

ওরা ছুটে যায় যেন কুণ্ডলিত ধোঁয়ার স্বরূপ।

Exit mobile version