কবিতা

কবিতা- না রাখা কথারা

না রাখা কথারা
-রানা চ্যাটার্জী

 

 

কথা ছিলো কথা থাকে তবু কথারা পথ হারায়,
 না বলা কথার ভিড়ে, চঞ্চল অস্থিরে।
শুধু মন হরণকারী কথা, শব্দ কোলাজ ঢেউ,
তবু হারিয়ে যায় কথা রাখা,খবর নেয় না কেউ!

জলবিহীন শুষ্কতা সাক্ষী রেখে দিশাহীন নদী হয়ে,
 বিলীনতার  পথে আচমকা অস্তিত্ব বিলোপ!

বৃষ্টি ভেজা যে পথে হাত ধরে হেঁটেছিল
ভালোবাসার আতর মাখা কপোত কপোতী,
  কথা ছিল,বসত গড়ার স্বপ্ন সন্ধানী চোখ…
তবু অদৃশ্য কোনো নাগপাশে, কৌতূহলী ষড়যন্ত্রের
কুহেলীকায় আচ্ছন্ন কথারা স্তব্ধ গোলকধাঁধায়!

প্রতিশ্রুতির ওপর ওড়েনি বিজয় পতাকা,
তবু কান পেতে শোনো কথা ছিল, কাছে থাকার,
     পাশে রাখার সুখ দুঃখের ঘাত প্রতিঘাতে।

পারে ক’জনা কথা দিয়ে তা বজায় রাখার মতো মানসিক দৃঢ়তা নিয়ে চলতে, ফলপ্রসু করতে!
     কথা দেওয়া আর সত্যিকার কথা রাখার
       যোজন ফাঁকে যদি হারিয়ে যায় কথারা,
পড়ে থাকে কথা খেলাপী এড়িয়ে যাওয়া
বিশ্বাসঘাতকদের ভরসাহীন মুখাবয়ব কঙ্কাল!

এভাবেই কথার পিঠে কথারা চেপে ভাসমান
ধাবমান মেঘ হয়ে পাড়ি দেয় কথা রাখা
না রাখার চির অভ্যস্ত স্রোতে, চঞ্চল ঠোঁটে!

Loading

Leave A Comment

You cannot copy content of this page